ওয়েব ডেস্ক: রবিবার রাতে বাণিজ্যনগর মুম্বইতে ক্রিস মার্টিনের (Chris Martin) নেতৃত্বে কোল্ডপ্লের (Coldplay) দ্বিতীয় দিনের কনসার্টে হাজির হয়েছিলেন বলিউডের হার্টথ্রব গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। মেয়ে সারা ও স্ত্রী অঞ্জলিকে নিয়ে কনসার্টে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারও (Sachin Tendulkar)। মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে মুম্বইতে তাদের প্রথম শো প্রদর্শন করল। কনসার্টটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কিছু বড় ব্যক্তিত্ব সহ 45,000 এরও বেশি ভক্ত জড়ো হয়েছিল।
কোল্ডপ্লে-এর মিউজিক যখন স্টেডিয়ামকে পূর্ণ করে, তখন ভক্তরা শচীনের জন্য উল্লাস করতে পারেনি। একটি হৃদয়গ্রাহী মুহূর্তে, জনতা স্লোগান দিতে শুরু করে “শচীন! শচীন!” যেমন ক্রিকেট আইকন হাসল এবং ফিরে গেল। এই মুহুর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এতে দেখানো হয়েছে ভক্তরা ‘ক্রিকেটের ঈশ্বর’কে কতটা ভক্তি করেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্রিসকে সবাইকে অবাক করে দর্শকদের সঙ্গে হিন্দিতে কথা বললেন। তিনি বললেন, ‘সবাইকে শুভ সন্ধ্যা। আপ সবকা বোহোত স্বাগত হ্যায়।
আরও পড়ুন: বৈদিক মতে বিয়ে সারলেন রুবেল – শ্বেতা
অন্যদিকে শ্রেয়া ইনস্টায় কনসার্টের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় এবং বাবা বিশ্বজিৎ ঘোষালকে। শেয়ার পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে ‘অ্যা স্কাইফুল অফ স্টারস’, ‘ফিক্স ইউ’, ‘প্যারাডাইজ’ গানে তাঁকে নাচতে। শ্রেয়া পরনে ছিল নীল এবং সাদা টপ। সঙ্গে ম্যাচ করে পড়েছিলেন একটি কালো প্যান্ট। দর্শক আসনে গান শুনতে শুনতে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় শ্রেয়াকে। একটি একটি গানের সময় তাকে কাঁদতেও দেখা যায়। আবেগাপ্লুত হয়ে তিনি চোখ মুছতে থাকেন। শ্রেয়া লেখেন, ‘মুম্বইয়ে যারা ম্যাজিক করলেন এক অন্য অভিজ্ঞতা। ওদের গান শুনে চোখে জল আটকাতে পারলাম না’। শ্রেয়া আর এই পোস্টে অনেক ভক্তরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
কোল্ডপ্লে কনসার্টে সচিনকে দেখা গিয়েছিল, তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর তিনি স্ত্রী অঞ্জলি এবং মেয়ে সারা। তাঁদের সকলকে একসঙ্গে কনসার্টটি উপভোগ করতে দেখা গিয়েছে। তবে কনসার্টে প্রিয় ক্রিকেটারকে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। সচিনের বহু ভক্ত তাঁকে দেখে হাতও নাড়িয়ে ছিলেন। শুধু তাই নয় কনসার্টের মাঝেই অনেকে উত্তেজিত হয়ে তাঁর নাম ধরে চিৎকারও করেন। সেই ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
View this post on Instagram
অন্য খবর দেখুন